Logo

‘ইরানের মুক্তি খুব কাছেই’, আন্তর্জাতিক সহায়তার আশ্বাস রেজা পাহলভির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৬, ১২:৫২
‘ইরানের মুক্তি খুব কাছেই’, আন্তর্জাতিক সহায়তার আশ্বাস রেজা পাহলভির
ছবি: সংগৃহীত

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটির সাবেক শাসক পরিবারের উত্তরসূরি রেজা পাহলভি বলেছেন, ইরানের স্বাধীনতা আর দূরে নয়। একই সঙ্গে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে আন্তর্জাতিক সহায়তা আসার ইঙ্গিতও দিয়েছেন।

বিজ্ঞাপন

ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, গত দুই সপ্তাহে—বিশেষ করে সাম্প্রতিক কয়েক দিনে—দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্রের ভিত্তি কাঁপিয়ে দিয়েছেন ইরানের জনগণ।

পোস্টে তিনি লেখেন, অবৈধ ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত করে ইরানকে পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি ‘জাতীয় অভ্যুত্থানের নতুন এক ধাপ’ ঘোষণা করছেন। তার ভাষায়, ইরানের স্বাধীনতা আসন্ন। আমরা একা নই। খুব শিগগিরই আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

মূলত অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে ইরানে নতুন করে এই বিক্ষোভ শুরু হয়। চলতি দফার আন্দোলন শুরু হয় গত ২৮ ডিসেম্বর, যা অল্প সময়ের মধ্যেই দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজার ৬ শতাধিক মানুষ। সংগঠনটি জানিয়েছে, প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। তবে ইরান সরকার এখনো নিহত বা আহতদের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে আসছেন। তিনি একাধিকবার সতর্ক করে বলেছেন, বিক্ষোভ দমনে তেহরান সরকার যদি কঠোর ও সহিংস পথ বেছে নেয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের কথাও বিবেচনা করতে পারে।

চলমান আন্দোলন, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতায় ইরান এখন এক গভীর রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD