Logo

সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল বাংলাদেশি বেলুন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৪:০৯
সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল বাংলাদেশি বেলুন
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসামের কাছার জেলায় সোমবার আকাশ থেকে নেমে আসা একটি বিশাল গ্যাস বেলুনে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, এই বেলুনটি বাংলাদেশ থেকে উড়ে এসেছে।

বিজ্ঞাপন

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার বাংলাদেশ থেকে আসা বেলুনটি কাছার জেলার বরখোলা এলাকায় উদ্ধার করা হয়। বেলুনটির আকার অস্বাভাবিকভাবে বড় হওয়ায় তা একটি কৃষিজমিতে পড়ে যায়, এবং তাৎক্ষণিকভাবে স্থানীয়দের নজরে আসে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেলুনটি দেখে আতঙ্কিত হয়ে তারা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টি (ভিডিপি)কে খবর দেন। পরে ভিডিপির সদস্যরা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে কাছার জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থ প্রতীম দাসও উপস্থিত থাকেন।

বিজ্ঞাপন

কাছার জেলা পুলিশ জানায়, বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নাম লেখা ছিল। এছাড়া বেলুনে তিন ব্যক্তির ছবি এবং বাংলায় কিছু লেখা পাওয়া গেছে।

স্থানীয়দের ভিড় এবং উত্তেজনার মধ্যে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে বেলুনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় জমিতে প্রবেশ করলো এবং এর সঙ্গে কোনো নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আছে কি না—সেটি জানার জন্য ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশ এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে। বেলুনটির উৎস এবং নিরাপত্তা সংক্রান্ত কারণ অনুসন্ধান করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD