Logo

কবে থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান ও ঈদুল ফিতর?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৬:৫৪
কবে থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান ও ঈদুল ফিতর?
ছবি: সংগৃহীত

আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে মুসলমানদের পবিত্রতম মাস রমজান। মধ্যপ্রাচ্যের দুবাইভিত্তিক ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য হিসেবে প্রথম রোজা হতে পারে ১৮ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

তবে চূড়ান্তভাবে রমজান শুরুর দিন নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। এই হিসাবে রমজান শুরু হতে এখনও প্রায় ৩৫ থেকে ৩৬ দিন সময় বাকি রয়েছে। মুসলমানদের মধ্যে ইতোমধ্যেই রোজার প্রস্তুতি ও ধর্মীয় আবহ তৈরি হতে শুরু করেছে।

রমজানের শেষ দশকের অন্যতম গুরুত্বপূর্ণ রাত লাইলাতুল কদর বা কদরের রাত। ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় অনুষ্ঠান সংক্রান্ত ক্যালেন্ডার অনুযায়ী, এ মহিমান্বিত রাতটি আগামী ১৭ মার্চ মঙ্গলবার রাতে পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন।

বিজ্ঞাপন

ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী, সম্ভাব্যভাবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার রমজান মাসের শেষ দিন হতে পারে। সে হিসাবে পরদিন ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, হিজরি বর্ষ ও মাস নির্ধারিত হয় চাঁদের ওপর ভিত্তি করে। বর্তমানে হিজরি বর্ষের রজব মাস চলছে। হিজরি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে, ফলে চাঁদ দেখার ওপর নির্ভর করেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD