Logo

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি, ২০২৬, ১৮:২২
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে
ছবি: সংগৃহীত

চরম অর্থনৈতিক সংকট ও ক্রমবর্ধমান জনদুর্ভোগের প্রতিবাদে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওই কর্মকর্তা জানান, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বিক্ষোভ ও সহিংসতায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। তবে উভয় পক্ষের নিহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। প্রাণহানির জন্য তিনি তথাকথিত “সন্ত্রাসীদের” দায়ী করেন।

গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে এত বিপুল প্রাণহানির কথা এই প্রথম প্রকাশ্যে স্বীকার করল ইরানি কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে, গত তিন বছরে এটি দেশটির জন্য সবচেয়ে গুরুতর অভ্যন্তরীণ সংকটগুলোর একটি।

বিজ্ঞাপন

অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পর ইরানের শাসকগোষ্ঠীর ওপর আন্তর্জাতিক চাপও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় নেতৃত্ব একদিকে বিক্ষোভের পেছনে থাকা কিছু অর্থনৈতিক দাবি ‘ন্যায্য’ বলে স্বীকার করলেও, অন্যদিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা চালাচ্ছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিক্ষোভে উসকানি দিচ্ছে এবং সাধারণ জনগণের আন্দোলনকে অজ্ঞাত সন্ত্রাসী গোষ্ঠী সহিংসতার দিকে ঠেলে দিয়েছে।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছিল, বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ইরানে ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি সামরিক মানের জ্যামার ব্যবহার করে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিঙ্ক সেবাও অচল করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি প্রকাশিত একাধিক ভিডিওতে রাতের আঁধারে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ, গাড়ি ও ভবনে অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে। রয়টার্স জানিয়েছে, তারা এসব ভিডিওর সত্যতা যাচাই করেছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স, এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD