সৌদি আরবে শৈত্য প্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশ সৌদি আরবে শুরু হয়েছে শৈত্য প্রবাহ, যার ফলে তাপমাত্রা শিগগিরই শূণ্যের নিচে নামতে পারে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ অন্তত আগামী শনিবার পর্যন্ত থাকবে।
বিজ্ঞাপন
এনসিএমের মুখপাত্র হুসেইন আল কাহতানি জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি থেকে মাইনাস ১ ডিগ্রির মধ্যে নামতে পারে। বিশেষ করে তাবুক, আল জৌফ, উত্তর সীমান্ত এলাকা, হাইল এবং মদিন প্রদেশের উত্তরাঞ্চলে ঠান্ডা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আল কাসিম, রিয়াদের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশেও তাপমাত্রা ৪ ডিগ্রি থেকে ১ ডিগ্রির মধ্যে থাকবে।
হুসেইন আল কাহতানি বলেন, “দেশজুড়ে অন্তত এক সপ্তাহ শৈত্য প্রবাহ থাকবে এবং এরপর এটি দক্ষিণ দিকে অগ্রসর হবে। জনগণকে শীতজনিত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, সৌদি আরব সাধারণত মরু আবহাওয়ার কারণে বছরজুড়ে গরম থাকে। শীতকালে তাপমাত্রা কমলেও মাইনাস পর্যায়ে নামার ঘটনা তুলনামূলকভাবে বিরল।
সূত্র : গালফ নিউজ








