Logo

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি, ২০২৬, ১২:১১
চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে চলন্ত ট্রেনের ওপর নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এটি একটি উচ্চগতির রেল প্রকল্পের নির্মাণকাজ চলাকালীন ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী ট্রেনটি নাখোন রাতচাসিমার শিখিও জেলার মধ্য দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ নির্মাণাধীন একটি ক্রেন ভেঙে ট্রেনের ওপর আছড়ে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়। পরে পুলিশ ও দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে একে একে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ১৯৫ জন যাত্রী ও রেলকর্মী ছিলেন। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কীভাবে এবং কেন ক্রেনটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল ও নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: রয়টার্স, বিবিসি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD