Logo

ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানালো মিশর ও সুদান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, ১১:৩১
ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানালো মিশর ও সুদান
ছবি: সংগৃহীত

নীল নদের পানি বণ্টন এবং ইথিওপিয়ার বিতর্কিত ‘গ্রান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম’ (জিইআরডি) প্রকল্প নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মিশর ও সুদান। গত শুক্রবার (১৬ জানুয়ারি) ট্রাম্প এই বিরোধ মেটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তুতির কথা জানানোর পর দেশ দুটির শীর্ষ নেতারা ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

শনিবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসা করেন। নীল নদকে ‘মিশরীয় জনগণের জীবনরেখা’ হিসেবে অভিহিত করে সিসি বলেন, “আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কোনো পক্ষের ক্ষতি না করে সবার যৌথ স্বার্থ নিশ্চিত করতে মিশর প্রতিশ্রুতিবদ্ধ।”

একইভাবে সুদানের সার্বভৌম কাউন্সিলের চেয়ারম্যান আবদেল ফাত্তাহ আল-বুরহানও ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে সমস্যা সমাধানের আশাবাদ ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ৬,৬৫০ কিলোমিটার দীর্ঘ নীল নদ আফ্রিকার ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হলেও এর পানি ব্যবহার নিয়ে মূলত মিশর, সুদান ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘকাল ধরে উত্তেজনা চলছে। ইথিওপিয়ার বিশাল এই বাঁধ প্রকল্পের ফলে মিশরের পানির প্রধান উৎস ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কায় দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করে আসছিল।

প্রাচীন মিশরীয় সভ্যতা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নীল নদ এই অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি। এই ঐতিহাসিক ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে সংঘাত এড়ানোর একটি বড় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD