Logo

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৫:২৫
ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার নিখোঁজ হওয়ার একদিন পর রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ সুলাওয়েশি প্রদেশের একটি পাহাড়ি এলাকায় বিমানটির বিভিন্ন অংশের সন্ধান পাওয়া যায়। বিমানটিতে মোট ১১ জন আরোহী ছিলেন।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার ইয়োগইয়াকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েশির মাকাসসার শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করার পর বিমানটি হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, রোববার সকালে হেলিকপ্টার থেকে বুলুসারারুং পাহাড়ের পাদদেশে প্রথমে বিমানের জানালার ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। পরে উদ্ধারকারী দল ওই এলাকায় পৌঁছে বিমানটির আরও বড় অংশ খুঁজে পায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বিমানের মূল অংশগুলো শনাক্ত হওয়ায় অনুসন্ধান এলাকা অনেকটাই সংকুচিত করা সম্ভব হয়েছে। এতে করে উদ্ধার অভিযান আরও লক্ষ্যভিত্তিকভাবে পরিচালনা করা যাচ্ছে। এখন আমাদের প্রধান লক্ষ্য নিখোঁজ আরোহীদের সন্ধান পাওয়া, বিশেষ করে যদি কেউ জীবিত থেকে থাকেন, তাদের উদ্ধার করা।”

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত টিআর ৪২-৫০০ মডেলের এই টার্বোপ্রপ বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল দক্ষিণ সুলাওয়েশি প্রদেশের পাহাড়ঘেরা মারোস জেলার লেয়াং-লেয়াং এলাকায়।

বিজ্ঞাপন

বিমানটিতে আটজন ক্রু সদস্য এবং তিনজন যাত্রী ছিলেন। যাত্রী তিনজনই ইন্দোনেশিয়ার সমুদ্র ও মৎস্যবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা। তারা আকাশপথে সমুদ্র পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ওই বিমানে ভ্রমণ করছিলেন।

তবে দুর্গম পাহাড়ি এলাকা এবং ঘন কুয়াশার কারণে উদ্ধার অভিযান পরিচালনায় চরম বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। প্রতিকূল আবহাওয়া ও ভূপ্রকৃতি উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD