Logo

পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, ১৬:২২
পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদি
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে মালদহে জনসভা করে পরিবর্তনের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের দুই নতুন ট্রেন—বন্দে ভারত স্লিপার ট্রেন ও অমৃত ভারত ট্রেন—উদ্বোধনের পর মোদি সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

সভায় মোদি বলেন, মালদহ একটি ঐতিহাসিক জেলা যেখানে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনা প্রবল। তিনি আরও বলেন, মালদহ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশের ২০৪৭ সালের বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য উত্তর-পূর্ব ভারতের উন্নতি অপরিহার্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলায় প্রকৃত পরিবর্তনের সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন।

বিজ্ঞাপন

মোদী সভায় অনুপ্রবেশকারী সংক্রান্ত বিষয়েও সরব হন। তিনি বলেন, পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীদের বের করা জরুরি এবং একে একে ব্যবস্থা নিতে হবে। তবে তৃণমূল কংগ্রেস থাকলে তা সম্ভব নয়।

মোদী অভিযোগ করেন, তৃণমূলের নেতারা দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের বসাচ্ছে, যারা কাজ ও অর্থ ছিনিয়ে নিচ্ছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত করছে। তিনি প্রতিশ্রুতি দেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে এই সমস্যা সমাধান হবে।

প্রধানমন্ত্রী আরও যোগ করেন, বাংলার যুবক, মা ও বোনদের ওপর পরিবর্তনের জন্য বিশেষ দায়িত্ব রয়েছে। তিনি বলেন, পরিবর্তনের জন্য ভোট দেওয়া প্রয়োজন এবং তৃণমূল কংগ্রেসের গুণ্ডামি আর দীর্ঘদিন চলবে না।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD