ধাপে ধাপে ইন্টারনেট সচল করছে ইরান

ইরানি কর্তৃপক্ষ দেশজুড়ে বন্ধ থাকা ইন্টারনেট সংযোগ ধাপে ধাপে পুনরুদ্ধারের পরিকল্পনা করছে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১৮ জানুয়ারি) সকালে তেহরানে সীমিতভাবে ইন্টারনেট সংযোগ পাওয়া গেছে। তবে দেশজুড়ে বেশিরভাগ সেবা—মোবাইল ডেটা ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান—এখনও বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম জানিয়েছে, ইন্টারনেট ধীরে ধীরে পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে। সূত্র বলছে, ইরানের নিজস্ব অভ্যন্তরীণ নেটওয়ার্কে (ইন্ট্রানেট) স্থানীয় মেসেজিং অ্যাপ ও অন্যান্য সেবা শিগগিরই সক্রিয় হবে।
গত কয়েক দিনে দেশটির টেক্সট মেসেজ, আন্তর্জাতিক কল এবং কখনো কখনো স্থানীয় কলও বন্ধ রাখা হয়েছিল। এই সময় ইরান মূলত অভ্যন্তরীণ নেটওয়ার্কের ওপর নির্ভর করেছে, যার মাধ্যমে স্থানীয় সংবাদমাধ্যম, রাইড-হেইলিং অ্যাপ, ডেলিভারি সেবা এবং ব্যাংকিং প্ল্যাটফর্ম সচল ছিল।
বিজ্ঞাপন
ইন্টারনেটের এ বিচ্ছিন্নতা সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে আরোপ করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভের মাত্রা কিছুটা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
এই বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৩ হাজার ৪২৮ জন নিহত হওয়ার তথ্য ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইরানি কর্মকর্তারা বলেছেন, বিক্ষোভ শুরুতে শান্তিপূর্ণ ছিল, পরে তা সহিংসতায় রূপ নেয়।
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টদের উসকানিতে সংঘটিত সহিংসতায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।








