Logo

খামেনির ওপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে : ইরানের প্রেসিডেন্ট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৬, ১৫:১১
খামেনির ওপর হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে : ইরানের প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করেছেন, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো ধরনের হামলা হলে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সমতুল্য হবে।

বিজ্ঞাপন

গত রোববার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত দেন। ট্রাম্প খামেনিকে ক্ষমতাচ্যুত বা হত্যা করার প্রতিশ্রুতি বা ইঙ্গিত দিয়েছেন। এই মন্তব্যের পরই পাল্টা হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান।

মাইক্রোব্লগিং সাইট এক্স-এ তিনি লিখেছেন, “আমাদের গ্রেট লিডারের ওপর যে কোনো হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।”

একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেই দায়ী করেছেন দেশের সাধারণ জনগণের অর্থনৈতিক দুরবস্থার জন্য। তিনি বলেন, “ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।”

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প পলিটিকোকে খামেনিকে সমালোচনা করে বলেন, “তিনি একজন অসুস্থ মানুষ। তার দেশের সঠিক পরিচালনা এবং সাধারণ মানুষের হত্যা বন্ধ হওয়া উচিত।”

ইরানে জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক অসন্তোষের কারণে ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়, যা ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ নেয়। নিরাপত্তাবাহিনী বিক্ষোভ দমন করেছে, সরকারি তথ্য অনুযায়ী পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। খামেনি এসব হতাহতের জন্য ট্রাম্পকে দায়ী করেছেন, কারণ তিনি বিক্ষোভকে উস্কানি দিয়েছেন বলে দাবি করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD