বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নিচ্ছে ভারত

বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার কেন্দ্রীয় সরকার পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা পিটিআই।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনের পাশাপাশি খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে থাকা সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পর্যায়ক্রমে ভারত ফিরিয়ে নেওয়া হবে। তবে কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু থাকবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তর খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে। কেবলমাত্র বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে।
বিজ্ঞাপন
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই ভারতের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো কূটনৈতিক সম্পর্কের অবনতি নয়; বরং নাগরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া একটি প্রতিরোধমূলক ব্যবস্থা।
বিজ্ঞাপন
সূত্র : পিটিআই / ইন্ডিয়া টিভি








