Logo

শিনজো আবে হত্যাকারী তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৯
শিনজো আবে হত্যাকারী তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যাকাণ্ডে অভিযুক্ত বন্দুকধারী তেতসুয়া ইয়ামাগামিকে আদালত বুধবার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় বিচারক এই হত্যাকাণ্ডকে “ঘৃণ্য ও অত্যন্ত নৃশংস” হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

নারা শহরের আদালতে সাজা ঘোষণার সময় বিচারক শিনিচি তানাকা বলেন, ৪৫ বছর বয়সী ইয়ামাগামি আবে হত্যার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। আদালতের প্রবেশের টিকিটের জন্য মানুষের দীর্ঘ সারি দেখা গেছে, যা এই মামলার প্রতি জনসাধারণের তীব্র আগ্রহের প্রতিফলন।

ইয়ামাগামি ২০২২ সালের জুলাইয়ে নির্বাচনী ভাষণের সময় হাতে তৈরি বন্দুক ব্যবহার করে জাপানের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে-কে হত্যা করেছিলেন। হত্যাকাণ্ডের পাশাপাশি অস্ত্র নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে সাজা ঘোষণার সময় তিনি নীরব এবং আবেগহীন ছিলেন।

বিজ্ঞাপন

অক্টোবর মাসে বিচার শুরুর সময় ইয়ামাগামি হত্যার দায় স্বীকার করেছিলেন। তার আইনজীবীরা পরে জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না তা তারা এখনও নির্ধারণ করেননি। জাপানের আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে আপিল করতে হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন, আবে হত্যার মূল উদ্দেশ্য ছিল ইউনিফিকেশন চার্চকে জনসমক্ষে প্রশ্নবিদ্ধ করা।

বিজ্ঞাপন

বিচারক তানাকা বলেছেন, আসামির বেড়ে ওঠার পরিবেশ তার ব্যক্তিত্ব ও মানসিকতা গঠনে প্রভাব ফেলেছিল। তবে তিনি যোগ করেন, প্রতিটি অপরাধমূলক কাজ ছিল সম্পূর্ণভাবে ইয়ামাগামির নিজের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কঠোরভাবে নিন্দনীয়।

সূত্র: এএফপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD