সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচার মৃত্যু

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদ মারা গেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়। ১৯৮২ সালে হামা শহরে ইসলামপন্থী বিদ্রোহ দমন করে রিফাত আল-আসাদ ‘হামার কসাই’ নামে সমালোচকদের কাছে পরিচিত হন। পরে ক্ষমতা দখলের ব্যর্থ চেষ্টা ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি দীর্ঘ সময় নির্বাসনে থাকতে বাধ্য হন।
বিজ্ঞাপন
রয়টার্সকে দুটি ঘনিষ্ঠ সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রিফাত আল-আসাদ সিরিয়ার সাবেক সেনা কর্মকর্তা হিসেবে ১৯৭০ সালে এক অভ্যুত্থান ঘটিয়ে বাশারের বাবা হাফেজ আল-আসাদকে ক্ষমতায় সহায়তা করেন। এর ফলে দেশটিতে কঠোর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ নির্বাসনের সময় ফ্রান্সে বসবাসরত রিফাত আল-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।
বিজ্ঞাপন
২০০০ সালে হাফেজ আল-আসাদের মৃত্যুর পর তিনি বাশারের ক্ষমতা গ্রহণকে চ্যালেঞ্জ জানান এবং নিজেকে বৈধ উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। তবে শেষ পর্যন্ত তার এ প্রচেষ্টা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে প্রভাবিত করতে পারেনি।
২০১১ সালে সিরিয়ায় বিদ্রোহ শুরু হলে রিফাত আল-আসাদ বিদেশ থেকে বাশারের বিরোধিতা করেন এবং তৎকালীন সরকারের প্রতি মানুষের ক্ষোভকে আংশিকভাবে স্বীকার করেন। পরে এক দশকের বেশি সময় পর তিনি দেশে ফেরার অনুমতি পান এবং ফ্রান্সে তার বিরুদ্ধে অভিযোগে কারাবরণের হাত থেকে মুক্তি পান।
বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর রিফাত একপর্যায়ে রাশিয়ার বিমানঘাঁটির মাধ্যমে দেশ ত্যাগের চেষ্টা করলেও সফল হননি। পরবর্তীতে লেবানন হয়ে সংযুক্ত আরব আমিরাতে যান।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স








