Logo

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৬, ১১:২৩
বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রতিক বিক্ষোভে প্রাণহানির সরকারি হিসাব প্রকাশ করেছে ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, এসব বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। এ তালিকায় সাধারণ বেসামরিক আন্দোলনকারী ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। অপরদিকে, ৬৯০ জন নিহতকে ‘সন্ত্রাসী ও দাঙ্গাকারী’ আখ্যা দিয়েছে সরকার।

ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যেসব ব্যক্তি বিক্ষোভের সুযোগে সহিংসতা চালিয়েছে, সরকারি ও সামরিক স্থাপনায় হামলা করেছে, তাদের সন্ত্রাসী-দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি দাবি করেন, নিহত ‘শহীদ’-দের সংখ্যা দাঙ্গাকারীদের তুলনায় অনেক বেশি, যা সরকারের সংযম ও ধৈর্যের প্রমাণ বহন করে।

বিজ্ঞাপন

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হিসাব সরকারি পরিসংখ্যানের সঙ্গে মিলছে না। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা ৪ হাজার ৫৬০ জন। সংস্থাটি দাবি করেছে, দেশটির ভেতরে থাকা নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে তারা এই তথ্য সংগ্রহ করেছে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্রের বরাতে নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হচ্ছে। কোনো কোনো সূত্রের মতে, বিক্ষোভে প্রাণহানি ১৫ হাজার ছাড়িয়েছে। গত ১৮ জানুয়ারি ইরানের এক সরকারি কর্মকর্তাও অন্তত ৫ হাজার মানুষের মৃত্যুর কথা উল্লেখ করেছিলেন। যদিও এসব সংখ্যার সত্যতা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এখনো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা দেশটির ৩১টি প্রদেশের শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করে।

ব্যাপক দমন-পীড়নের পর বর্তমানে বিক্ষোভ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে ইরান সরকার।

সূত্র: এপি

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD