Logo

রমজানে লাউডস্পিকার ব্যবহার বন্ধের নির্দেশনা দিলো সৌদি সরকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৬, ১৫:২৫
রমজানে লাউডস্পিকার ব্যবহার বন্ধের নির্দেশনা দিলো সৌদি সরকার
ছবি: সংগৃহীত

সৌদি আরব সরকার রমজান মাসে মসজিদে নামাজের সময় লাউডস্পিকার ব্যবহার বন্ধ করার নির্দেশ দিয়েছে। দেশের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া ও গাইডেন্স মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুললতিফ আল শেখ মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

শেখ আবদুললিফ আল শেখ বলেন, “রমজান মাসে শুধুমাত্র আজান ও ইকামার সময় লাউডস্পিকার ব্যবহার করা যাবে। এর বাইরে কোনো অবস্থাতেই লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।”

মন্ত্রণালয় রমজানের প্রস্তুতি হিসেবে মসজিদগুলোতে বিস্তারিত নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনায় বলা হয়েছে, এবারের রমজানে নামাজের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে মসজিদগুলোকে আরবি উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুসরণ করতে হবে এবং এক ওয়াক্তের আজান শেষে পরবর্তী ওয়াক্তের জন্য যথাযথ বিরতি রাখতে হবে।

বিজ্ঞাপন

সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত রমজান মাসে শান্তিপূর্ণ এবং শান্ত পরিবেশে নামাজ আদায় নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD