Logo

বাংলাদেশি সন্দেহে অন্ধ্রপ্রদেশে ভারতীয় মুসলিমকে পিটিয়ে হত্যা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৬, ২০:০৪
বাংলাদেশি সন্দেহে অন্ধ্রপ্রদেশে ভারতীয় মুসলিমকে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের কোমারোলুতে ৩২ বছর বয়সী মঞ্জুর আলম লস্কর নামে এক মুসলিম শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের বিষ্ণপুর গ্রামের এই শ্রমিককে বাংলাদেশি হিসেবে অভিহিত করে চুরির অভিযোগে আক্রমণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া শুক্রবার জানিয়েছে, এটি বাংলাভাষী মুসলিমদের ওপর ভারতে চলমান সহিংসতার সাম্প্রতিক ঘটনা। মঞ্জুর দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে অন্ধ্রপ্রদেশে জরির কাজ করছিলেন এবং স্থানীয়দের সঙ্গে পরিচিত ছিলেন। তবুও উগ্র হিন্দুত্ববাদীরা তাকে স্থানত্যাগের হুমকি দেন।

পরিবারের দাবি, তাকে প্রথমে অপহরণ করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২৫ হাজার রুপি দাবি করা হয়। পরিবার ৬ হাজার রুপি যোগাড় করলেও, বুধবার তাদের কাছে জানা যায় যে মঞ্জুরকে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

মৃতকরের পরিবার অভিযুক্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা ও ন্যায্য বিচার দাবি করেছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD