ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বানদুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮২ জন।
বিজ্ঞাপন
স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) দেশটির বিপর্যয় প্রশমন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, যে এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে সেখানে কয়েকদিন ধরেই টানা ভারী বৃষ্টিপাত হচ্ছিল। অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় হঠাৎ করেই এই বিপর্যয় ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেন, “নিখোঁজ মানুষের সংখ্যা উদ্বেগজনকভাবে বেশি। পরিস্থিতি বিবেচনায় আজ উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।” তবে বৈরী আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে আবহাওয়া অধিদপ্তর গত শুক্রবার থেকেই জাভা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল। সেই সতর্কতার মধ্যেই এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটল।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত বছর ইন্দোনেশিয়ায় একাধিক ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগে প্রায় এক হাজার ২০০ মানুষের প্রাণহানি ঘটে। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দেশটি আবারও বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল।
সূত্র: রয়টার্স








