যুক্তরাষ্ট্রে আইস সদস্যের গুলিতে আরও একজন নিহত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর এক সদস্যের গুলিতে অ্যালেক্স প্রেট্টি (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এক মাসের ব্যবধানে একই শহরে বর্ডার পেট্রোল সংশ্লিষ্ট সদস্যদের গুলিতে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা। নিহত অ্যালেক্স প্রেট্টি পেশায় একজন নার্স ছিলেন এবং স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে কর্মরত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) তাকে গুলি করা হয়।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রেট্টি একটি ৯ মিলিমিটার আধাস্বয়ংক্রিয় হ্যান্ডগান সঙ্গে নিয়ে অফিসারদের দিকে এগিয়ে আসছিলেন বলে সন্দেহ করা হয়। পরিস্থিতিকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করে তাকে গুলি করা হয়। তবে তিনি আদৌ অস্ত্র তাক করেছিলেন কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ।
অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত এক পথচারীর মোবাইলে ধারণ করা ভিডিওতে প্রেট্টির হাতে একটি মোবাইল ফোন দেখা গেছে বলে দাবি উঠেছে। সেখানে দৃশ্যমান কোনো অস্ত্র দেখা যায়নি।
বিজ্ঞাপন
প্রেট্টির পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিনেসোটায় তার বৈধভাবে অস্ত্র রাখার অনুমতি ছিল। তবে তিনি নিয়মিত অস্ত্র বহন করতেন—এমন কোনো তথ্য তাদের জানা ছিল না। তারা আরও বলেন, মিনিয়াপলিসে আইস সদস্যদের আচরণ নিয়ে প্রেট্টি ক্ষুব্ধ ছিলেন।
চলতি মাসের শুরুতে একই শহরে রেনে গুড নামে এক নারী বর্ডার পেট্রোল সদস্যদের গুলিতে নিহত হলে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় হাজারো মানুষের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিলেন প্রেট্টিও। পরিবার সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার আগে এক নারীর ওপর মরিচের গুঁড়া ছিটানো হলে তাকে রক্ষায় এগিয়ে যান তিনি।
ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








