কানাডার পণ্যে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বক্তব্যে তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে এ সতর্কবার্তা দেন।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, কানাডাকে ব্যবহার করে চীন যদি স্বল্পমূল্যের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করানোর চেষ্টা করে, তবে সেটি কঠোরভাবে মোকাবিলা করা হবে। কানাডা যদি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক বসানো হতে পারে।
ট্রাম্প তার বক্তব্যে মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে ‘গভর্নর কার্নি’ বলে সম্বোধন করেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বিভিন্ন সময় কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে উল্লেখ করে আসছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, কানাডার বাণিজ্য বিষয়ক মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, চীনের সঙ্গে পূর্ণমাত্রার মুক্ত বাণিজ্যের কোনো উদ্যোগ নিচ্ছে না কানাডা। তার ভাষ্য, সাম্প্রতিক চুক্তিটি মূলত শুল্কসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের উদ্দেশ্যে হয়েছে।
তিনি জানান, কানাডার নতুন সরকার দেশের অর্থনীতি শক্তিশালী করতে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারিত্ব জোরদারে কাজ করছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ট্রাম্প এর আগেও কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত করার প্রস্তাবও তুলেছিলেন।
সূত্র: আলজাজিরা








