Logo

ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ভয়াবহ হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি, ২০২৬, ১৪:৪৯
ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ভয়াবহ হামলা
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

দেশটির কর্মকর্তারা শনিবার (২৪ জানুয়ারি) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানান, রাশিয়ার হামলায় সেখানে দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। মেয়রের বরাতে বলা হয়েছে, দিনিপ্রো নদীর দুই পাশে অবস্থিত অন্তত দুটি জেলায় হামলা চালানো হয়েছে। টেলিগ্রামে দেওয়া বার্তায় ক্লিটসকো লিখেছেন, “কিয়েভ ব্যাপক শত্রু হামলার সম্মুখীন।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, কিয়েভে হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র—উভয়ই ব্যবহার করা হয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, অন্তত তিনটি জেলায় ড্রোন হামলা হয়েছে এবং দুটি স্থানে আগুন লেগেছে।

একই সময়ে রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলায় আহত হয়েছেন অন্তত ১১ জন। খারকিভের মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, হামলায় একটি ডরমিটরি, একটি হাসপাতাল ও একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

বিশেষভাবে লক্ষ্যণীয়, এই হামলা রাশিয়া–যুক্তরাষ্ট্র–ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে দুই দিনের যুদ্ধবিরতি আলোচনার প্রথম দিন শেষ হওয়ার ঠিক পরপর ঘটেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD