Logo

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিআরইউ’র শোক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর, ২০২৫, ১৬:১৪
8Shares
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিআরইউ’র শোক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) গভীর শোক, দুঃখ ও বেদনা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

সিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান এক যৌথ শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল ও প্রভাবশালী ব্যক্তিত্ব। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং সাংবিধানিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

শোকবার্তায় বলা হয়, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আপসহীন নেতৃত্ব, সাহসিকতা এবং দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নেতৃবৃন্দ আরও বলেন, ব্যক্তিগত জীবনে নানা প্রতিকূলতা, অসুস্থতা এবং রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়েও তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক, আর রাজনীতি এক দৃঢ় ও সাহসী নেতৃত্বকে হারালো।

সিআরইউ নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD