Logo

ডিবি হেফাজতেই সাংবাদিক আনিস, এখনও দেখানো হয়নি গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:০৫
7Shares
ডিবি হেফাজতেই সাংবাদিক আনিস, এখনও দেখানো হয়নি গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীর | ফাইল ছবি

সাংবাদিক আনিস আলমগীরকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাকে এখনও কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) ডিবি প্রধান শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আনিস আলমগীরকে এখনো কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি বলেন, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। যদি তার বিরুদ্ধে মামলা হয়, তখন গ্রেপ্তার দেখানো হবে। বিস্তারিত পরে জানানো হবে।

সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ মোট চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগ এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগে নাম আসা অপর দুইজন হলেন মডেল মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দেন।

উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা রবিবার রাত আড়াইটার পরে একটি অভিযোগ পেয়েছি। এটি মূলত সাইবার-সংক্রান্ত এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে সদুত্তর না দেওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সেই কারণে তাকে রাতে ডিবি কার্যালয়েই থাকতে হচ্ছে।

অতিরিক্ত কমিশনারের বরাতে জানা যায়, আমরা সাংবাদিক আলমগীরকে স্পেসিফিক কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবিতে নিয়ে এসেছি। বাকি বিষয়গুলি ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পরে জানানো হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD