Logo

ডিআরইউ নির্বাচন শুরু, সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর, ২০২৫, ১২:১৩
21Shares
ডিআরইউ নির্বাচন শুরু, সকাল থেকেই ভোটকেন্দ্রে ভিড়
ছবি: সংগৃহীত

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর বার্ষিক নির্বাচন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সকাল থেকেই ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সদস্যরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। এর আগে শনিবার (২৯ নভেম্বর) ডিআরইউর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

ডিআরইউর এবারের নির্বাচনে বেশকিছু গুরুত্বপূর্ণ পদে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে।

বিজ্ঞাপন

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন: আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান, মুরসালিন নোমানী এবং তৌহিদুল ইসলাম মিন্টু।

সহ-সভাপতি পদে প্রার্থী ২ জন: হালিম মোহাম্মদ এবং মেহদী আজাদ মাসুম।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৩ জন: মাইনুল হাসান সোহেল, মাহমুদুল হাসান এবং মঈনুল আহসান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত: যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল, দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন এবং কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা।

অর্থ সম্পাদক পদে লড়ছেন: নিয়াজ মাহমুদ সোহেল এবং সাখাওয়াত হোসেন সুমন।

বিজ্ঞাপন

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন: সাঈদ শিপন, আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা।

নারী বিষয়ক সম্পাদক পদে লড়ছেন: জান্নাতুল ফেরদৌস পান্না এবং নার্গিস জুঁই।

তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে: দেলোয়ার হোসেন মহিন এবং মাহমুদ সোহেল।

বিজ্ঞাপন

ক্রীড়া সম্পাদক পদের জন্য: ওমর ফারুক রুবেল এবং মাকসুদা লিসা।

আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন: আমিনুল হক ভূইয়া এবং মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)।

বিজ্ঞাপন

কার্যনির্বাহী সদস্য (৭টি পদ) নিয়ে লড়ছেন ১০ জন: আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং সৈয়দ আখতার সিরাজী।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফলাফল ঘোষণা করবে নির্বাচন পরিচালনা কমিটি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD