চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত

গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ এই স্লোগানে সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উৎসব মুখর ও আনন্দের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সিআরএ সভাপতি সোহাগ আরেফিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, অ্যাডিশনাল এস.পি শেখ মো: সেলিম, উদ্ভোধক ছিলেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবোনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ এবং সিআরএ’র উপদেষ্ঠা মাসুম বিল্লাহ ফারদিন।
বিজ্ঞাপন
বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহীন সিআরএ'র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এবং সাংবাদিক সাইফুদ্দিন রমিজসহ আরো অনেকেই।
এ সময় প্রধান অতিথিসহ অন্যান্যরা কেক কেটে সিআরএ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় ও সিআরএ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
এর আগে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালি মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।








