ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজেই মুঠোফোনে একাধিক গণমাধ্যমকে বিষয়টি জানান।
বিজ্ঞাপন
মোবাইলে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে আনিস আলমগীর বলেন, তিনি বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। কিছু নির্দিষ্ট বিষয়ে তার কাছে তথ্য জানতে চাওয়া হবে।
বিজ্ঞাপন
তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা জানান, এ সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হবে।
সূত্রে জানা গেছে, ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। ঘটনার পর সাংবাদিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।








