Logo

প্রিন্ট মিডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বনভোজন ২০২৬ অনুষ্ঠিত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি, ২০২৬, ১৭:২৭
প্রিন্ট মিডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত বনভোজন ২০২৬ অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

প্রিন্ট মিডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (পিমা)-এর উদ্যোগে বনভোজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কুলিয়াদি এলাকায় অবস্থিত গ্রামের বাড়ি পার্কে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতি বছরের মতো এবারও গেট-টু-গেদার ও মিলনমেলার মাধ্যমে পিমার বনভোজন অনুষ্ঠিত হয়। জাতীয় দৈনিক পত্রিকার মার্কেটিং বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো—প্রিন্ট মিডিয়ার মার্কেটিং পেশাজীবীদের মধ্যে ঐক্য গড়ে তোলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা এবং বিপদে একে অপরের পাশে দাঁড়ানো।

অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বলেন, প্রিন্ট মিডিয়ার মার্কেটিং পেশায় চাকরির নিশ্চয়তা না থাকায় কর্মীদের নানা অনিশ্চয়তার মুখে পড়তে হচ্ছে। তারা দাবি করেন, কোনো নোটিশ ছাড়াই যেন কাউকে চাকরি থেকে ছাঁটাই করা না হয় এবং এ দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় যেন মার্কেটিং কর্মীদের সঙ্গে কোনো ধরনের অবমাননাকর আচরণ না করা হয়—এ বিষয়েও সবাইকে একসঙ্গে অবস্থান নিতে হবে।

বিজ্ঞাপন

এই সময় সংগঠনের সদস্য দৈনিক জনবাণী’র রাজু আহমেদ শাহ্ তাঁর বক্তব্যে বলেন, আমরা যারা মার্কেটিং পেশায় কাজ করি, নানাভাবে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা মূলত যে খাতে কাজ করি, তা হলো বিজ্ঞাপন। কিন্তু সেই বিজ্ঞাপন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আগে যেখানে ১০০ ইঞ্চির বিজ্ঞাপন দেওয়া হতো, এখন সেখানে ৪০ ইঞ্চিতে নামিয়ে আনা হচ্ছে। এতে আমাদের কাজের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে সংগঠনকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আমাদের আন্দোলনে নামতে হবে। যারা সত্যিকার অর্থে পেশার স্বার্থে কাজ করতে চান, তাঁদের এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া উচিত।

বনভোজন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের সামনে সংগঠনের হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়। পাশাপাশি পিমার একটি ম্যাগাজিন প্রকাশ করা হয় এবং সকল সদস্যকে একটি করে কপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী পর্ব। দিনব্যাপী এই আয়োজনে সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পিমা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন সংগঠনের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং প্রিন্ট মিডিয়ার মার্কেটিং পেশাজীবীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD