আপসহীন নেতৃত্বের উজ্জ্বল প্রতীক বেগম খালেদা জিয়া : র্যাক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় র্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক তাবারুল হক বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তারা উল্লেখ করেন, তিনি ছিলেন অদম্য সাহস ও আপসহীন নেতৃত্বের এক অনন্য প্রতীক।
শোক বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত তাঁর সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবার ও তাঁর অগণিত শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন র্যাক নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
বিবৃতিতে র্যাক নেতারা উল্লেখ করেন, ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্রের নতুন ধারা প্রবর্তন করেন। নারী শিক্ষার প্রসারে ‘বিনামূল্যে শিক্ষা’ ও ‘উপবৃত্তি’ কার্যক্রম চালুর মাধ্যমে তিনি দেশের তৃণমূল পর্যায়ে যে বিপ্লব ঘটিয়েছিলেন, তা আজও এদেশের নারী উন্নয়নের মাইলফলক হয়ে আছে।
দেশের অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে তাঁর দূরদর্শী নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কাঠামোর আধুনিকায়নের অন্যতম কারিগর। তাঁর শাসনামলে দেশে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রশাসনিক সংস্কারসমূহ অনস্বীকার্য। একজন আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পাওয়া খালেদা জিয়া যেমন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তেমনি জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে অবিচল থেকেছেন। নারী শিক্ষা, দারিদ্র্য বিমোচন এবং দেশের অবকাঠামো উন্নয়নে তাঁর অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বিজ্ঞাপন








