উপসচিব মাহিদুর সাময়িক বরখাস্ত

ওএসডির পর উপসচিব মাহিদুরকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছ জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সদ্য সাবেক পরিচালক (উপসচিব) মোহাম্মদ মাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) ওএসডির পর উপসচিব মাহিদুরকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছ জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়, মাহিদুর রহমানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এজন্য তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
আরও পড়ুন: মোহাম্মদপুর থানার ওসি বদলি
বিজ্ঞাপন
বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে, বিদ্যুৎখাত নিয়ে সরকারের সমালোচনা করে একটি প্রতিবেদন তৈরির সঙ্গে জড়িত ছিলেন মাহিদুর রহমান। এ নিয়ে খবর প্রকাশের ব্যাপক প্রতিক্রিয়া হয়।
বিজ্ঞাপন
জেবি/এসবি








