Logo

গরিব লোকেরাই দেশে বেশি টাকা পাঠায়: পররাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৩
87Shares
গরিব লোকেরাই দেশে বেশি টাকা পাঠায়: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

আমাদের লোকেরা তাদের পরিবারের জন্য দেশে টাকা পাঠায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “সেই সুযোগে সরকার রেমিট্যান্স পায়। তবে রেমিট্যান্স খুব বেশি না। রেমিটেন্স প্রেরণে আমরা সপ্তম। আমাদের চেয়ে অনেক অল্প সংখ্যক লোকের দেশ ফিলিপাইন কিংবা মেক্সিকো অনেক রেমিট্যান্স পাঠায়, ভারত রেমিট্যান্সে সর্বোচ্চ। রেমিট্যান্সে আমরা অনেক কম। এর একটি বড় কারণ হচ্ছে, আমাদের যে সব প্রবাসী যাচ্ছেন তাদের বিরাট সংখ্যক দক্ষতা সম্পন্ন নয়। মধ্যপ্রাচ্যে আমাদের মাত্র দেড় পারসেন্ট প্রবাসী আছেন যারা দক্ষ। কিন্তু এই গরিব লোকেরাই দেশে বেশি টাকা পাঠায়। যারা একটু শিক্ষত, তারা টাকা-পয়সা কম পাঠান।”

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “শান্তি ও স্থিতিশীলতা থাকায় দেশের উন্নয়ন হয়েছে। যে সমস্ত দেশে শান্তি ও স্থিতিশীলতা নাই সে সমস্ত দেশ বড় কষ্টে আছে। প্রবাসীরা অনেক সময় বানোয়াট তথ্য প্রচার করেন। আগামীতে তারা সেগুলো থেকে বের হয়ে দেশে যে ভালো ভালো কাজ হচ্ছে সেটা প্রকাশ করবেন। দেশের জন্য ভালো ভালো কাজ করবেন। যেন দেশে অশান্তি না হয়, যেন স্থিতিশীলতা বজায় থাকে। দেশে অস্থিতিশীলতা থাকলে সবাইকে ভুগতে হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রায়ই অভিযোগ করা হয় পাসপোর্ট দিতে দেরি করছে, অভিযোগ করা হয় এনআইডি তারা পান না। অভিযোগ করা হয় বিদেশে অনেক প্রবাসী গিয়ে চাকরি নাই। মধ্যপ্রাচ্য থেকে চাকরির অভাবে ২৫ পারসেন্ট ফিরে আসে। কিন্তু এগুলোতে সব দায়দায়িত্ব দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বক্তব্য দেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD