জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র গুণ: প্রধানমন্ত্রী

বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় তিনি এই কথা বলেন।
বিজ্ঞাপন
জ্বালাও-পোড়াও-খুন, বিএনপির একমাত্র গুণ উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা তারা পারে, এছাড়া আর কিছু পারে না।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় তিনি এই কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, “যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিল নারায়ণগঞ্জের মানুষ।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: ২৮ দলের ১ হাজার ৯৭০ প্রার্থী চূড়ান্ত
এর আগে এদিন বিকাল সোয়া ৩টা সময় প্রধানমন্ত্রী জনসভায় আসেন। এসময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে জনসভাস্থলে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
জেবি/এসবি