Logo

পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৪, ০২:২৭
57Shares
পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।’

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে পাবনা পৌঁছেছেন। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৯ মিনিটে বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে তিনি পাবনার ঈশ্বরদী এয়ারপোর্টে অবতরণ করেন।

বিজ্ঞাপন

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাস এ তথ্য নিশ্চিত করেন। তাকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহরিয়ার আলম, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী রিসিভ করেন। 

বিজ্ঞাপন

ইউএনও সুবীর বলেন, ‘হেলিকপ্টার থেকে নামার পর মহামান্য রাষ্ট্রপতি সড়ক পথে পাবনা সার্কিট হাউজের দিকে রওনা দিয়েছেন। সার্কিট হাউজে উপস্থিত হওয়ার পর তাকে গার্ড অব অনার প্রদান করা হবে।’

চারদিনের এই সফরে তিনি পাবনার স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

সোমবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপ্রতি মো. সাহাবুদ্দিনের আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেদিনের যাত্রা স্থগিত করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD