Logo

গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে সন্ধ্যায় বসবেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারী, ২০২৪, ২৩:৫৮
80Shares
গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে সন্ধ্যায় বসবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

গেল ২৪ জানুয়ারি আ.লীগ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে  বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্রের ৬২ সংসদ সদস্যের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

গেল ২৪ জানুয়ারি আ.লীগ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এদিকে, এ বছরের ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আ. লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্রদের এমপিদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের সঙ্গে জড়িত।

বিজ্ঞাপন

সম্প্রতি  স্বতন্ত্রদের একটি অংশ জোটবদ্ধ হয়ে প্রধান বিরোধী দল হওয়ার আগ্রহ প্রকাশ করে। তবে, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয় তারাই সংসদে বিরোধী দল হচ্ছে।

বিজ্ঞাপন

গেল ১৮ জানুয়ারি গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) বিরোধীদলীয় নেতাও নির্বাচন করে জাতীয় পার্টি। এ ছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা এবং মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। তবে, বিরোধী দল কারা হচ্ছেন আনুষ্ঠানিকভাবে এখনও কোনো নির্দেশনা আসেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এদিন থেকে শুরু হবে দ্বাদশ সংসদের পাঁচ বছরের মেয়াদ, যা শেষ হবে ২০২৯ সালের ২৯ জানুয়ারি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD