Logo

নরসিংদীতে মাদকসেবীদের জন্য হবে আলাদা কারাগার: স্বরাষ্ট্র উপদেষ্টা

profile picture
জেলা প্রতিনিধি
নরসিংদী
১০ ডিসেম্বর, ২০২৫, ১৮:০২
11Shares
নরসিংদীতে মাদকসেবীদের জন্য হবে আলাদা কারাগার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নরসিংদীতে মাদকসেবীদের পুনর্বাসনের জন্য আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারাগারটি এমনভাবে তৈরি করা হবে যাতে বন্দিরা পরিবারকে সহায়তা করতে পারবে এবং নিজেদের পুনর্বাসন করতে সক্ষম হবে। নরসিংদী জেলা কারাগারে অধিকাংশ আসামিই মাদকসেবী। মাদকের কোনো উপকারিতা নেই, তাই জনগণকে এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, এলাকাটির মানুষ কিছুটা অসহিষ্ণু এবং সেখানে খুনাখুনি ও মারামারির ঘটনা প্রায়ই ঘটে। সন্ত্রাসীরা অবাধে অপকর্ম চালাচ্ছে এবং তাদের হাতে অস্ত্রও রয়েছে। তাদের আইনের আওতায় আনার জন্য সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা স্মরণ করিয়ে দিয়ে জানান, এ বছরের ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ৮২৬ জন বন্দি পালিয়ে যায় এবং ৮৫টি আগ্নেয়াস্ত্রসহ ৭ হাজারের বেশি গুলি লুট হয়। এখনও ১৮৪ জন পলাতক আসামি ধরাছোঁয়ার বাইরে এবং লুট হওয়া ২৯টি অস্ত্র ও পাঁচ হাজারের বেশি গুলি উদ্ধার হয়নি।

তিনি বলেন, কারাগার থেকে খোয়া যাওয়া অস্ত্রের বিষয়টি আমরা অস্বীকার করতে পারি না; এগুলো উদ্ধারে অভিযান আরও জোরদার করা হবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি সংঘর্ষের ঘটনাকেও উল্লেখ করেন। এতে একজন নিহত এবং ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। আশির দশক থেকে এলাকার আধিপত্য নিয়ে সংঘর্ষের ইতিহাস রয়েছে বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন। এছাড়া তিনি পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর ও খাবার ব্যারাকসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুকসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD