Logo

নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত, পদত্যাগ প্রশ্নে যা বললেন আসিফ মাহমুদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৮
25Shares
নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত, পদত্যাগ প্রশ্নে যা বললেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ । ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ নিশ্চিত করেছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে পদত্যাগ সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, আমি নির্বাচন করবো, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এই বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে।

বিজ্ঞাপন

রাজনৈতিক মহলে খবর ছিল যে, আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। ইতোমধ্যেই তিনি ওই এলাকায় ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। এছাড়া গুঞ্জন ছিল যে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগও করেছেন।

এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করবেন বলে সংবাদ ছড়িয়েছে। গত বছরের ৫ আগস্ট বর্তমান সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে তিনি সহকারী প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হন।

বিজ্ঞাপন

জুলাই মাসের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) যাত্রা শুরু করলে, নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ওই দলের আহ্বায়ক হন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হন মাহফুজ আলম।

উল্লেখযোগ্য, আসন্ন নির্বাচনে আসিফ মাহমুদ অংশগ্রহণ নিশ্চিত হলেও, তার পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আসেনি। ভবিষ্যতে এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD