Logo

ইসির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি: ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৪
15Shares
ইসির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি: ইসি সচিব
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুন্দর, সুষ্ঠু ও অর্থবহ করার জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার হোসেন।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আখতার হোসেন জানান, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন–পূর্ব প্রস্তুতি, সার্বিক কার্যক্রম ও ভোটার তালিকার হালনাগাদ প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি ভোটার তালিকার হালনাগাদ প্রক্রিয়া, রাজনৈতিক দল নিবন্ধনের বর্তমান অবস্থা এবং নির্বাচন পরিচালনার বিভিন্ন প্রযুক্তিগত ও লজিস্টিক ব্যবস্থাপনার ওপর সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় ব্যালট পেপারের রং, বিতরণ পদ্ধতি, মক ভোটিংয়ে ভোটারের গড় সময়, গণনার প্রযুক্তিগত পদ্ধতি ইত্যাদি বিষয়ের ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আখতার হোসেন আরও জানান, রাষ্ট্রপতি ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ প্রক্রিয়ার প্রযুক্তিগত কাঠামো সম্পর্কেও বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। স্থানীয় বিশেষজ্ঞদের মাধ্যমে এই প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের খোঁজ শুনে রাষ্ট্রপতি খুশি হয়েছেন।

রাষ্ট্রপতি এছাড়াও ভোটগ্রহণের সময়কাল সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত নির্ধারণকে যৌক্তিক বলে অনুমোদন করেছেন। তিনি এই প্রক্রিয়ার সুষ্ঠু ও শান্তিপূর্ণ বাস্তবায়নের জন্য তার এখতিয়ারের সর্বোচ্চ সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন

ইসি সচিব জানান, জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ আজ বিকেল ৪টায় রেকর্ড করা হবে। পরে কমিশনারদের সঙ্গে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিল ঘোষণা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD