Logo

সিআইডি ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৪:৩১
23Shares
সিআইডি ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দরজা ভেঙে সেখানে থাকা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এসআই শামীম হাসান আরও জানান, আফতাব উদ্দিন ৩৫তম আউটসাইড ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শেষ করে ২০১৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং চলাকালীন তিনি ট্রেনিং সেন্টারের ডরমেটরিতে থাকতেন।

পল্টন থানার পুলিশ এখন তদন্ত শুরু করেছে এবং মরদেহের পেছনের কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD