Logo

আ.লীগ নিয়ে জনপ্রিয়তা জরিপ কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৩
24Shares
আ.লীগ নিয়ে জনপ্রিয়তা জরিপ কতটা যৌক্তিক, প্রশ্ন প্রেস সচিবের
প্রেস সচিব শফিকুল আলম । ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং সুসংগঠিত দমন-পীড়নের ইতিহাসকে সামনে রেখে, এই দলটির জনপ্রিয়তা জরিপ চালানোর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড একাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, ইতিহাস মুছে ফেলা বা অপরাধমূলক অতীতকে স্বাভাবিকীকরণের জন্য যে ধরনের জরিপ প্রকাশ করা হয়, তা গবেষণার ন্যায্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শফিকুল আলম বলেন, বিশেষজ্ঞদের মতে, এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয়; বরং ধীরে ধীরে একটি দলের অপরাধমূলক অতীতকে স্বাভাবিক করে তুলে ধরে। ১৬ বছর ক্ষমতায় থাকা সময়ে বিএনপির নয়, বরং আওয়ামী লীগই একটি ভয়-নির্ভর রাজনৈতিক কাঠামো তৈরি করেছিল। বিরোধী সমাবেশে হামলা, নিহত ও আহতের ঘটনা, রাস্তা দখল, আগ্নেয়াস্ত্রের অবাধ প্রবাহ—এসব ছিল সাধারণ মানুষের জন্য নিয়মিত আতঙ্কের কারণ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার জনতার ভয়কে কেন্দ্র করে ক্ষমতা ধরে রাখার কৌশল বেছে নিয়েছিল। তবে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেখিয়েছে, নতুন প্রজন্ম সেই ভয়কে অস্বীকার করে রাস্তায় নেমেছে। গণহত্যা কোনো টিকিয়ে রাখার অস্ত্র নয়, এটি ইতিহাসই প্রমাণ করেছে।

শফিকুল আলমের মতে, বর্তমানে একটি দল যদি জনমত জরিপে ১০ বা ২০ শতাংশ সমর্থন পান, তা কি সত্যিই ইতিহাস ও বাস্তবতার মূল্যায়ন হিসেবে যথেষ্ট?

তিনি উল্লেখ করেন, ছাত্র ফাইয়াজসহ অসংখ্য মানুষ যারা গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি এটি কি অবমাননা নয়।

বিজ্ঞাপন

তিনি জোর দিয়ে বলেন, জরিপ অবশ্যই ভবিষ্যতের জন্য প্রয়োজন হতে পারে, তবে তার আগে চাই জবাবদিহি। আওয়ামী লীগ নেতৃত্বকে আইনি বিচারের মুখোমুখি হতে হবে এবং তাদের ইতিহাস স্বীকার করতে হবে স্বচ্ছভাবে। অন্যথায়, এটি শহীদদের প্রতি অবমাননার সমতুল্য হবে।

এ প্রসঙ্গে, দেশের একটি জাতীয় দৈনিক সম্প্রতি অন্তর্বর্তী সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রিয়তা নিয়ে জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। এই রিপোর্টকে ঘিরে শফিকুল আলমের উদ্বেগ ও প্রশ্ন আরও তীব্র হয়ে উঠেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD