Logo

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৩
10Shares
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সংক্রান্ত তথ্য জানাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে বের হয় কমিশনের গাড়ি বহর। এই বহরে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পুরো কমিশন উপস্থিত ছিলেন।

রাজনৈতিক পরিবর্তনের পর ৫ আগস্টে দায়িত্ব গ্রহণ করা নাসির কমিশন, যদিও বছরের মধ্যে অভিজ্ঞতা সীমিত, কিন্তু দেশের ইতিহাসে বড় নির্বাচনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে সিইসি এই নির্বাচনের পূর্ণ পরিকল্পনা, প্রস্তুতি এবং তফসিলের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতির সঙ্গে এই বৈঠক নির্বাচনী প্রস্তুতির স্বচ্ছতা ও পরিকল্পনার গুরুত্ব তুলে ধরবে।

সূত্রের খবর অনুযায়ী, বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার সম্ভাব্য জাতীয় ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন। এই প্রক্রিয়ার আলোকে আগামী জাতীয় নির্বাচনের তারিখ সম্ভাব্যভাবে ১২ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করা যেতে পারে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD