Logo

রাষ্ট্রপতির সঙ্গে আজ সিইসির সাক্ষাৎ, যেকোনো সময় তফসিল ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর, ২০২৫, ১১:২৪
22Shares
রাষ্ট্রপতির সঙ্গে আজ সিইসির সাক্ষাৎ, যেকোনো সময় তফসিল ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপস্থাপন করতে আজ (বুধবার) তার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

একই দিন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে নির্বাচনের তফসিল ঘোষণা থাকতে পারে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুপুরে

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক তফসিল ঘোষণার অপেক্ষা। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে এবং পরে তা সম্প্রচার করা হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যা অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে।

ব্যালটে থাকবে না নৌকা প্রতীক

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়াই ভোট আয়োজন হচ্ছে। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে নৌকা প্রতীক এবার আর ব্যালটে থাকবে না। নিবন্ধন বাতিল বা স্থগিত থাকা দলের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন।

পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা

এবারের নির্বাচনে নতুন ব্যবস্থা হিসেবে প্রবাসী ভোটাররা আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একই ব্যবস্থায় দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কারাবন্দিরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এছাড়া, জোটভুক্ত থাকলেও নিজ দলের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।

ভোটার ও কেন্দ্রের হিসাব

বিজ্ঞাপন

চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে

পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন

মহিলা ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন

বিজ্ঞাপন

তৃতীয় লিঙ্গের ভোটার: ১ হাজার ২৩৪ জন

ভোটকেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৬১টি এবং মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। পাশাপাশি গণভোট থাকায় গোপন কক্ষের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

অংশ নিচ্ছে অর্ধশতাধিক দল

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল অংশ নিতে পারবে। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৬টি। তবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকলেও জাতীয় পার্টির বিষয়টি এখনো চূড়ান্ত নয়।

আচরণবিধি ও ম্যাজিস্ট্রেট নিয়োগ

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারণা সামগ্রী অপসারণ করতে হবে। অন্যথায় আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরপরই মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

রাষ্ট্রপতির সঙ্গে আজ সিইসির সাক্ষাৎ, যেকোনো সময় তফসিল ঘোষণা