বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন-গণভোটের তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বিজ্ঞাপন
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন। ভাষণ রেকর্ড শেষে কমিশনাররা সিইসির কক্ষে বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরে ইসি সচিব জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিটিভি ও বেতারে প্রচারের মাধ্যমে নির্বাচন ও গণভোটের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
আদালতের রায় নির্বাচনে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে সচিব বলেন, আদালতের রায়ের কপি এখনো ইসির হাতে এসে পৌঁছায়নি। তাই আপাতত গেজেটভুক্ত ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। রায় হাতে পাওয়ার পর কমিশন প্রয়োজনীয় পরবর্তী সিদ্ধান্ত জানাবে।
নির্বাচন ঘিরে প্রস্তুতি, সময়সূচি নির্ধারণ এবং আনুষ্ঠানিক ঘোষণা—সব মিলিয়ে বৃহস্পতিবারই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হতে যাচ্ছে নির্বাচনী কাউন্টডাউন।








