Logo

ফের ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

profile picture
জনবাণী ডেস্ক
৩১ জানুয়ারী, ২০২৪, ০৩:২১
52Shares
ফের ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ডভোকেট শামসুল হক টুকু।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

এদিন বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচন করা হয়। এরপর ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার নির্বাচনের সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

এবারের সংসদে স্পিকার পদে শুধু মাত্র তার নামটি প্রস্তাবনায় আসে। তারনাম প্রস্তাব করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। সমর্থন করেন পাবনা-৩ এর সংসদ সদস্য মকবুল হোসেন। আর কোনো নাম না থাকার পরেও কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেওয়া হয় এবং সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ আগস্ট শামসুল হক টুকু প্রথম জাতীয় সংসদের স্পিকার হন। সে সময় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়েছিল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD