Logo

বৃদ্ধ বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না: দীপু মনি

profile picture
জনবাণী ডেস্ক
১০ ফেব্রুয়ারী, ২০২৪, ০৩:৩৫
85Shares
বৃদ্ধ বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না: দীপু মনি
ছবি: সংগৃহীত

বৃদ্ধ বয়সে বাবা-মা'রা ঘরে একা থাকেন। অনেক সময় তারা দুর্ঘটনার শিকারও হয়ে থাকেন।

বিজ্ঞাপন

বৃদ্ধ বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না। প্রবীণদের জন্য পাইলট বেসিসে ডে-কেয়ার সেন্টার শুরু করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শহরের আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “বৃদ্ধ বয়সে বাবা-মা'রা ঘরে একা থাকেন। অনেক সময় তারা দুর্ঘটনার শিকারও হয়ে থাকেন। কর্মজীবীদের অতিরিক্ত চিন্তা নিয়ে কাজ করতে হয়। তাই প্রবীণদের জন্য সরকার ডে-কেয়ার সেন্টার প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে। সেখানে প্রবীনদের জন্য বিনোদন, খেলাধুলা, চিকিৎসাসহ সবধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে।”

বিজ্ঞাপন

এসময় জেলা আ. লীগের সহ-সভাপতি ডা. জে. আর ওয়াদুদ টিপু, জেলা জজ আদালতের পিপি রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজু রহরমান টুটুল, আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD