Logo

এবারের ঈদে পেতে পারেন টানা ৬ দিন ছুটি

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মার্চ, ২০২৪, ০১:০৩
এবারের ঈদে পেতে পারেন টানা ৬ দিন ছুটি
ছবি: সংগৃহীত

রমজান মাস শুরু হয়েছে মঙ্গলবার ( ১২ মার্চ)। এক মাস রোজা রাখার পরে আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বিজ্ঞাপন

এবারের আসন্ন ইদুল ফিতরে টানা ৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। ৬ দিন না হলেও, কমপক্ষে ৫ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

রমজান মাস শুরু হয়েছে মঙ্গলবার ( ১২ মার্চ)। এক মাস রোজা রাখার পরে আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বিজ্ঞাপন

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। আর ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। 

বিজ্ঞাপন

সে হিসেব অনুযায়ী  ১০-১১-১২ (বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার) ঈদুল ফিতরের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। তারপরে দিন ১৪ এপ্রিল (রবিবার) নববর্ষের ছুটি। সে হিসেবে এবারের ঈদে কমপক্ষে ৫ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। 

বিজ্ঞাপন

তবে, এবার রমজান মাস ২৯ দিন হলে ইদুল  ফিতর হবে ১০ এপ্রিল (বুধবার)। সেক্ষেত্রে ঈদের ছুটি শুরু হতে পারে ৯ এপ্রিল (মঙ্গলবার) থেকে। সেক্ষেত্রে সরকারি চাকরিজীবীরা টানা ছয়দিন ছুটি ভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

গত ১১ মার্চ (সোমবার) বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। পরের দিন ১২ মার্চ থেকে রোজা শুরু হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD