Logo

বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু

profile picture
জনবাণী ডেস্ক
২১ মার্চ, ২০২৪, ০৫:২৩
78Shares
বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

বিজ্ঞাপন

বিআরটিসি বাসে র‍্যাপিড পাস চালু কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

বুধবার (২০ মার্চ)  সকাল ৯টার দিকে ঢাকার গুলিস্তানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আয়োজিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে  এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম ও ডিটিসিএ -এর নির্বাহী পরিচালক সাবিহা পারভীন (অতিরিক্ত সচিব) সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্যে বিআরটিসি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই একটি অংশ ধারাবাহিকতায় বিআরটিসি’তে র‍্যাপিড পাস চালু করা হচ্ছে।

বিজ্ঞাপন

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেন, র‍্যাপিড পাস স্মার্ট বাংলাদেশ গড়ার অন্যতম নির্ধারক। এর মাধ্যমে সহজেই মানুষ চলাচল করতে পারবে।

বিজ্ঞাপন

ডিটিসিএ -এর নির্বাহী পরিচালক বলেন, র‍্যাপিড পাসের মাধ্যমে কোন প্রকার ঝামেলা ছাড়াই যাত্রীরা চলাচল করতে পারবে।

প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, র‍্যাপিড পাস কার্ড দিয়ে মেট্রোরেল ও বিআরটিসি বাসের পাশাপাশি বেসরকারী পরিবহনে র্যাপিড পাস চালু করার লক্ষ্যে আমরা কাজ করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হিসেবে আরো এক ধাপ এগিয়ে গেল বিআরটিসি। র‍্যাপিড পাস ব্যবহারের মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা কোন ধরনের ঝামেলা ছাড়াই চলাচল করতে পারবেন। র‍্যাপিড পাস হচ্ছে স্মার্ট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা। এর ফলে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ থাকবে না। ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ভাড়া নিয়ে জটিলতা নিরসন হবে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD