এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক

তাদের পরবর্তী গন্তব্য চট্টগ্রাম বন্দরের “এনসিটি ১” জেটি। সেখানে বিকেল ৪টায় সংবর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সোমালিয়ায় জলদস্যুর কবল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে ২৩ নাবিক এমভি আবদুল্লাহ ছেড়েছেন।
মঙ্গলবার (১৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে তারা কুতুবদিয়া বহির্নোঙরে অবস্থানরত এমভি আবদুল্লাহ থেকে “এমভি জাহান মনি ৩”নামের লাইটার জাহাজে উঠেন। তাদের পরবর্তী গন্তব্য চট্টগ্রাম বন্দরের “এনসিটি ১” জেটি। সেখানে বিকেল ৪টায় সংবর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এমভি আব্দুল্লাহ জাহাজের মুক্ত ২৩ নাবিক
বিজ্ঞাপন
জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট মো. সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এএসএম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, এবি পদের মোহাম্মদ আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসাইন, জয় মাহমুদ, ওএস পদের মো. নাজমুল হক, অয়েলার পদের আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মো. আলী হোসেন, ফায়ারম্যান মোশাররফ হোসেন শাকিল, চিফ কুক মো. শফিকুল ইসলাম, জিএস পদের মোহাম্মদ নুর উদ্দিন ও ফিটার মোহাম্মদ সালেহ আহমদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গেল ২২ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছিল। কয়লা খালাস শেষ করে ২৭ এপ্রিল স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে নতুন ট্রিপের পণয় লোড করতে ইউএইর মিনা সাকার (Mina Saqr) বন্দরে যায়। সেখান থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল এমভি আব্দুল্লাহ।
জেবি/এসবি