Logo

ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনতে কালোটাকা সাদার সুযোগ রাখা হয়েছে: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৪, ০৪:২৫
38Shares
ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনতে কালোটাকা সাদার সুযোগ রাখা হয়েছে: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, অকারণে কালোটাকা নিয়ে সমালোচনা হচ্ছে, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরত আনার জন্য কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। খুব সংরক্ষিতভাবে আমরা সামনে এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কোনো প্রকার কষ্ট না হয়। মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। আর সেদিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট আমরা ঘোষণা করেছি।

এ সময় তিনি আরও বলেন, জনগনই আওয়ামী লীগের মূল শক্তি, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে ৷দেশের জনগনকে সাথে নিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নয়নের ধারা অব্যহত রাখা ও উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগী হতে নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সভা শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমদানির খরচ বৃদ্ধি পাওয়ায় নিত্যপণ্যের দাম বেড়েছে, উন্নত অনেক দেশ হিমসিম খাচ্ছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যাতে ভালোভাবে জীবনধারণ করতে পারে সেই লক্ষেই বাজেট দেওয়া হয়েছে।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD