Logo

৩ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা, নতুন কর্মসূচি ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ১৭:৪৯
28Shares
৩ ঘণ্টা পর সড়ক ছাড়লেন ইবতেদায়ী শিক্ষকরা, নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে থাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা তিন ঘণ্টা সড়ক অবরোধের পর অবশেষে সরে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে অবস্থান তুলে নিলে পল্টন থেকে প্রেস ক্লাবগামী রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুরে শিক্ষকেরা ইবতেদায়ী মাদরাসার জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন, যা কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে। পরে আন্দোলন স্থগিত করে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নতুন বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তারা।

বিজ্ঞাপন

অবস্থান শেষে সংগঠনের ১৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে তাদের দাবিনামা (স্মারকলিপি) জমা দেন। তবে প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক সংগঠনের নেতারা।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, “আমরা ভেবেছিলাম উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। কিন্তু আমাদের সঙ্গে দেখা না করে যে আচরণ করা হয়েছে, তা শুধু অপমানজনক নয়, শিক্ষক সমাজের প্রতি অবজ্ঞা।”

তিনি জানান, এই আচরণের প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহত্তর বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি জানানো হবে।

বিজ্ঞাপন

শিক্ষকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-

১. চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।

বিজ্ঞাপন

২. ১,০৮৯টি ইবতেদায়ী মাদরাসার এমপিও ফাইল দ্রুত অনুমোদন।

৩. অনুদানবিহীন স্বীকৃত মাদরাসাগুলোর জন্য নতুন এমপিও বিজ্ঞপ্তি প্রকাশ।

৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।

বিজ্ঞাপন

৫. ইবতেদায়ী মাদরাসাগুলোর জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচির মধ্য দিয়ে পরবর্তী আন্দোলনের ঘোষণা আসবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD