Logo

আমরা দেশ চালাচ্ছি না: সাখাওয়াত হোসেন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর, ২০২৫, ১৮:০২
8Shares
আমরা দেশ চালাচ্ছি না: সাখাওয়াত হোসেন
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন | ফাইল ছবি

রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরাই দেশের অর্থনীতিকে সচল রাখছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না।”

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফেন্ট রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ড. সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশের প্রবাসীরা অর্থনীতির ভিত্তিকে শক্ত করে তুলেছেন। মধ্যপ্রাচ্যের উন্নয়নেও বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেসব দেশের নেতারাও স্বীকার করেন, বাংলাদেশি কর্মীরা সেখানে পুনর্গঠনের কাজ করেছেন।”

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কোনো দেশের বিরোধিতা করতে চাই না। তবে পারমাণবিক সক্ষম তিন প্রতিবেশী দেশের মধ্যে কোনো সংঘাত বা যুদ্ধ হলে তার প্রভাব আমাদের ওপর পড়বে। তাই কূটনৈতিক সম্পর্ক খুব সতর্কতার সঙ্গে এগিয়ে নিতে হবে।”

বিজ্ঞাপন

মিয়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়েও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, “আমরা রোহিঙ্গা ইস্যু সঠিকভাবে সামলাতে পারিনি। এখন রোহিঙ্গা প্রত্যাবাসনে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে আরাকান আর্মি। তবে মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক প্রয়োজনীয়তার ভিত্তিতেই এগিয়ে নিতে হবে, কারণ দুই দেশের সীমান্ত ও স্বার্থ একে অপরের সঙ্গে জড়িত।”

সেমিনারে সরকার ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, কূটনীতিক, প্রবাসী সংগঠনের সদস্য ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD