Logo

শিশু একাডেমিতে চিত্রকলা প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত সচিব

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৪, ২৪:২৫
47Shares
শিশু একাডেমিতে চিত্রকলা প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত সচিব
ছবি: সংগৃহীত

এই বয়সে শিশুদের সৃষ্টিশীল চিন্তার প্রতিফলন এই ছবিগুলো

বিজ্ঞাপন

শিশু একাডেমিতে চিত্রকলা প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত সচিব নাজমা মোবারেক, প্রদর্শনী বাড়ল ২০ জুলাই পর্যন্ত।

শনিবার (৬ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশুদের আঁকা ছবি নিয়ে চলমান দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনী ঘুরে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব নাজমা মোবারেক। এসময় তার সঙ্গে ছিল ইউনিসেফের সহায়তায় পরিচালিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসেলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসিসি) প্রকল্পের শিশু-কিশোর হাবের পথশিশুরা। প্রদর্শনী ঘুরে দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শিশুদের আঁকা ছবি দেখে সচিব নাজমা মোবারেক বলেন, শিশুদের আঁকা ছবি দেখে তাদের কল্পনার জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। এই বয়সে শিশুদের সৃষ্টিশীল চিন্তার প্রতিফলন এই ছবিগুলো।

বিজ্ঞাপন

সচিব নাজমা মোবারেক শিশুদের আঁকা ছবির প্রশংসা করেন এবং শিশু একাডেমির এই আয়োজনের সফলতা কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা এবং যুগ্মসচিব এবং প্রকল্প পরিচালক এস এম লতিফ।

বিজ্ঞাপন

শিশুদের চাহিদা ও অভিভাবকদের অনুরোধের কারণে চিত্রকলা প্রদর্শনীর সময়সীমা ২০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে শিশু একাডেমির শেখ রাসেল আর্ট গ্যালারিতে।

বিজ্ঞাপন

এবারের এই প্রদর্শনীর জন্য ছবি আহবানের পরে সারাদেশ থেকে ৫,০০০ ছবি সেই ছবি থেকে সেরা ১০০টি ছবি নিয়ে ২৭ জুন থেকে এবারের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD